বাঙ্গালি ও বাংলাদেশ

আমিনুল ইসলাম :
লাল পুষ্পের মাঝে দেখতে পাই-
প্রাণ ত্যাগী মুক্তি সেনাদের রক্তের হেমোগ্লোবিন।
কাশফুলের মাঝে দেখি-
বাঙ্গালিদের বিজয়ের হাসি।
সমুদ্রের গর্জনের মাঝে খোঁজে পাই-
বাঙ্গালিদের প্রতিবাদি কণ্ঠস্বর।
কুকিলের মধুর কণ্ঠে শুনি-
বাঙ্গালির ঐক্যের আহ্বান।
দেশ প্রেমি প্রতিটি সুসন্তানের মাঝে খোঁজে পাই-
মুজিবের আদর্শ।
খরস্রোতা নদির কলকল শব্দের মাঝে শুনতে পাই-
বাঙ্গালি জাতির অগ্রযাত্রার পদধ্বনি।
দোয়েল, কোয়েল, ফিঙ্গে, শালিকের কলরব;
ওদের মাঝে দেখি আমি বাঙ্গালি জাতির-
ভালোবাসা আর সম্প্রীতির উৎসব।

Next Post Previous Post