গোবিন্দগঞ্জে চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এর ২য় দিনের মত কর্মবিরতি
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের ফোরলেন(সড়ক সম্প্রসারন) সড়ক ও জনপথ বিভাগের প্রজেক্ট সাসেক ২-(ডাব্লু,পি -১০)এরিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান ক্যাম্প চায়না সেভেন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ এর কর্মরত শ্রমিকরা ৮-দফা দাবিতে আজ শুক্রবার ২য় দিনের মত কর্ম বিরতি ও ধর্মঘট করছে। শ্রমিকদের দাবী, কর্ম সময় আট ঘন্টা,সাপ্তাহিক ছুটি,শ্রমিক নির্যাতন বন্ধ,ন্যায্য বেতন, অনিময় বন্ধসহ ৮ দফা দাবীতে তারা তাদের কাজ বন্ধ রেখে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি বালুয়া হাট এ চায়না ক্যাম্পের প্রধান গেটে অবস্থান নিয়ে ২য় দিনের মত ভোর ৭টা থেকে এ ধর্মঘট পালন করছে। আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ এ,কে,এম মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শ্রমিকদের এসব সমস্যা সমাধানে আজ সন্ধায় ঢাকা থেকে প্রধান প্রজেক্ট ডাইরেক্টর আসবেন,এবং উপজেলা চেয়ারম্যান,স্থানীয় ২ চেয়ারম্যানসহ শ্রমিকদের নিয়ে আলোচনায় বসা হবে। এ ধর্মঘটে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের নায্য অধিকার ৮দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান।