দিনাজপুরে “বঙ্গবন্ধু-ডিআইএসটি” আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০’র উদ্বোধন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি,দিনাজপুর এর “বঙ্গবন্ধু-ডিআইএসটি” আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-গত বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

“মুজিব বর্ষের চেতনায়, বাঙ্গালি জাতি আলোকিত হেক কারিগরি শিক্ষায়” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে উক্ত “বঙ্গবন্ধু-ডিআইএসটি” আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্ট ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০এর জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেষ্টুন উড়িয়ে আনুষ্ঠানি উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইএসটি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইএসটি’র অধ্যক্ষ মোঃ মামুনুর ফেরদৌস।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদযাপন কমিটি-২০২০ এর আহবায়ক প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সার্বিক তত্বাবধায়নে উক্ত টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।

Next Post Previous Post