বড়াইগ্রাম উপজেলা জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগ ত্রি বার্ষিক সম্মেলন
মো:রবিউল ইসলাম,নাটোর জেলা প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহ:বার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আব্দুস সোবাহান হারেজ সভাপতি ও নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন।
জোনাইল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সম্মেলনের আহ্বায়ক আবদুস সোবাহান হারেজের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সম্মেলনে নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. শাহজান কবির, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, জেলা পরিষদের সদস্যা মৌটুসি আক্তার মুক্তা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন। পরে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুস এমপি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন