রাজশাহীর উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রাজশাহীর উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রুয়েট মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। রুয়েটের মানবিক বিভাগ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির যৌথভাবে এর আয়োজন করেন। সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড.রফিকুল ইসলাম শেখ। এসময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও বিশিষ্টি অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাত। তিনি বঙ্গবন্ধু-দর্শন তত্ত্ব, প্রয়োগ ও উচ্ছেদিত সম্ভাবনা শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন রুয়েটের মানবিক বিভাগের প্রধান ড. রবিউল ইসলাম। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।