মণিরামপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের টিফিন বক্স ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর) : মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠে বেশি করে মনোনিবেশ করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মিড-ডে-মিল বা দুপুরের খাবার চালু কর্মসূচী শুরু করেছেন। যার ফলে ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে, পাঠদানে ফাঁকি দেয়ার প্রবণতা কমে যাবে, বেশি আকর্ষনীয় পাঠদান হবে এবং কম পারা বা পিছিয়ে পড়া শিক্ষার্থী ঝরে পড়ার প্রবণতা রোধ হবে। এরই আলোকে বৃহস্পতিবার সিটি প্লাজা অফিস কক্ষে যশোরের মণিরামপুর উপজেলার চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসার প্রায় সাড়ে ৩শতাধিক শিক্ষার্থীদের টিফিন বক্স ক্রয়ের এবং একদিনের দুপুরের খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী।
এ সময় উপস্থিত ছিলেন চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, মাসুদুর রহমান, রিপন হোসেন প্রমুখ।