বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়ীকে জরিমানা
পলাশ, সারিয়াকান্দি (বগুড়া) থেকে : বগুড়ার সারিয়াকান্দিতে বৃহস্পতিবার থানা পুলিশের সহযোগিতায় দুপুরে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন-সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মিয়া । অভিযানে সময় বাজারে পণ্যে পাটজাত দ্রব্যের মোড়কের বাধ্যতামূলক ২০১০ (১৪) ধারা আইন মোতাবেক ৪ জন চাউল ব্যবসায়ীকে ৪৭ হাজার নগদ অর্থ জরিমানা করেন । এর আগে যানজট নিরসন ও ফুটপাত অবমুক্ত করতে ১৮৬০(১০১) ধারায় ২ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় । অর্থদন্ড ব্যবসায়ীরা হলো- চাউল দোকানের মালিক নজরুল ইসলাম কে ১৫ হাজার টাকা, আশরাফ আলী ১২ হাজার টাকা, নান্নু মিয়া ১০ হাজার টাকা, দৌলত জামান দলু কে ১০ হাজার টাকা, ফার্নিচার দোকান- মিঠু মিয়া ৫ হাজার টাকা ও মানিক মিয়া কে ১ হাজার টাকা। এছাড়াও যানজট নিরসনে ফুটপাত হতে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাতে ব্যবসা না করা জন্য সকলকে সতর্ক করে দেন । ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা পাট সহকারি কর্মকর্তা হোসেনআরা পারভীন, উপসহকারী পাট কর্মকর্তা চন্দ্র মোহন রায়, ইউএনও অফিস সহকারী আব্দুর রাজ্জাক, সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ প্রমুখ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া অনলাইন গণমাধ্যমকে বলেন, পাট আমাদের দেশের অন্যতম লাভ জনক ফসল। এই পাটের পন্য ব্যবহারের জন্য সরকারের নির্দেশনা সহ আইন রয়েছে। পাটজাত পণ্য ব্যবহারে যেমন দেশ লাভবান হবে, তেমনি পরিবেশের জন্য উপকারী । তাই আমাদের সবাইকে সচেতন ও আইন মেনে চলার আহ্বান জানান তিনি ।