আগৈলঝাড়ায় গৈলা ইউপি সাবেক চেয়ারম্যানের স্ত্রী এবং এনজিও ব্যক্তিত্ব কাজল দাশগুপ্তের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্তের সহধর্মিনী এবং উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক, জাতীয় মানবাধিকার ইউনিটির আগৈলঝাড়া শাখার সিনিয়র সহ-সভাপতি কাজল দাশগুপ্তের মা গৌরী রানী দাশগুপ্তা (৬৫) গত মঙ্গলবার অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল রোববার সকাল ৮:৩০ মি: পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল রোববার সন্ধ্যায় ধর্মীয় অনুষ্ঠান শেষে গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের পারিবারিক সমাধিস্থলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৈলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটু, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক, জাতীয় মানবাধিকার ইউনিটির আগৈলঝাড়া শাখার সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও ব্যবসায়ীবৃন্দ।