আত্রাইয়ে আমন মৌসুমে লটারি মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ধান সংগ্রহ
মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলায় ২০১৯-২০২০ মৌসুমে উন্মুক্ত লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। বুধবার বেলা১১টায় উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির আয়োজনে ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত লটারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো:ছানাউল ইসলাম ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নূরন্নবী, উপজেলা সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম, শাহাগোলা ইউনিয়ন আথলীগের সভাপতি শামসুল আলম, আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শফি উদ্দিন আহন্মেদ, রানা পারভেজ, সাজ্জাদ হোসেনসহ সর্বস্তরের জনগণ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, শাহাগোলা ইউনিয়নের ১ হাজার ৩শথ ৭৮ জন্য কার্ডধারী কৃষকের মধ্য থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ১০৩ জনকে বাছাই করা হয়। একই প্রক্রিয়ায় উপজেলার অন্যান্য ইউনিয়ন আমন ধান সংগ্রহ করা হবে বলে তিনি জানান।