নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই এর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ‘পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নিরাপদ সড়ক চাই এর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে ১লা ডিসেম্বর বিকেল ৪টায় একটি র্যালি বের হয়। এরপর সংগঠনের কার্যালয়ে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব বদরুদ্দোজা আল-তৌফিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মতিন, সদস্য জাকির হোসেন, হেলাল উদ্দিন, রানা আহম্মেদ, মমতাজ বেগম, লায়লা বেগম ও লাভলী আকতার প্রমুখ। এরপর নিরাপদ সড়ক চাই এর ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।