মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আরিফুর রহমান মাদারীপুর : ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজহারুল ইসলামের এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশকীয় সুযোগ সুবিধাগুলিই হচ্ছে মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকারগুলো কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয়। তাই মানবাধিকার রক্ষার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার নাজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, সরকারী কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,ও সাংবাদিক সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post