গাইবান্ধায় নতুন ৪তলা মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : আমার নির্বাচনী ওয়াদা ছিল কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার এই নতুন ভবন নির্মান করার। আমার সেই ওয়াদার প্রতিফলন আজ পূর্ন করতে পেরে আমি খুশি। আজ বুধবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া দাখিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কথা গুলি বলেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া এমপি। তিনি আরো বলেন আর কিছুদিন পরে আপনারা এলাকাবাসী নিজেরাই দেখতে পারবেন এই এলাকার উন্নয়ন কি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন।কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ ইউনুছ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সাঘাটা মোঃ বেলাল হোসেন, কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল লতিফ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, মোসার্স সোহেল পারভেজ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার মোঃ সোহেল পারভেজ প্রমুখ।