গোয়াইনঘাটে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন’র ছোঁয়া

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : নেটিজেন আইটি লিমিটেড গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি জহির উদ্দিন এর তত্বাবধানে গোয়াইনঘাট উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন’র চুক্তি সম্পাদন হয়েছে। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গোয়াইনঘাট উপজেলার ১৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের সাথে আজ রবিবার ডিজিটাল হাজিরা মেশিন ক্রয়ের এ চুক্তি সম্পদান হয়। চুক্তিকৃত ৪টি প্রাথমিক বিদ্যালয়গুলো হল উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াগাঙ্গেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসকর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বায়োমেট্রিক এ হাজিরায় বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাবৃন্দ যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন কি না তা মুহুর্তেই জানতে পারবেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এতে করে যে কোন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা থাকবে উল্লেখযোগ্য। একই সাথে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার কমে আসবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী নেটিজেন আইটি লিমিটেড। নেটিজেন আইটি লিমিটেড জানিয়েছে, ডিজিটাল হাজিরা মেশিন সরকারের পরিপত্র অনুযায়ী সকল যন্ত্রপাতি ও সফটওয়ার সংযোজন করা আছে। ডিজিটাল হাজিরা মেশিনটি আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরী করা হয়েছে। এ মেশিন ব্যবহারের ফলে শিক্ষকরা উপকৃত হবে বলে নেটিজেনের উপজেলা প্রতিনিধি এমন প্রত্যাশা করেন এবং সার্বক্ষনিক সেবা নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করার জন্য শিক্ষকদের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। এ হাজিরা মেশিন স্থাপনের ফলে গোয়াইনঘাট উপজেলার গুনগত ও মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকাশ ঘটবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ অর্জিত হবে বলে আমি আশাবাদি। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে মাঠ পর্যায়ে ডিজিটাল হাজিরা মেশিন অন্যতম।

Next Post Previous Post