পাকুরতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ গাংনগর আঞ্চলিক শাখার কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত
মইনুল ইসলাম সরকার রকেট.মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের অর্ন্তভূক্ত (রেজিঃনং- রাজঃ-৮৫২) শিবগঞ্জের পাকুরতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর আওতাধীন গাংনগর আঞ্চলিক কার্যালয় এর ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় পাকুরতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর কার্যালয়ে পাকুরতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর সভাপতি মোসলেম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যরা হলেন আফজাল হোসেন সভাপতি, আঃ ছালাম সহ-সভাপতি, আঃ মালেক সাধাঃ সম্পাদক, সোনা মিয়া সহঃ সাধাঃ সম্পাদক, শাহিন ইসলাম সাংগঠনিক সম্পাদক, সামছুল ইসলাম সহ- সাংগঠনিক সম্পাদক, মামুন মোল্লা কোষাধ্যক্ষ, অফিচার রহমান প্রচার সম্পাদক, নুরনবী ধর্মীয় সম্পাদক , শাবু মিয়া ক্রীড়া সম্পাদক, বুলু মিয়া সমাজ কল্যান সম্পাদক, শ্রী বিকাশ চন্দ্র ও মিজানুর রহমান কে কার্যনির্বাহী সদস্য করা হয়। পরে আলোচনা শেষে পাকুরতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর উপদেষ্টা কমিটির সভাপতি(পদাধিকার) বলে দেউলী ইউপির চেয়ারম্যান আব্দুল হাই প্রধান উক্ত কমিটির সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান । এসময় উপদেষ্টা কমিটির সদস্য সাংবাদিক শফিউল আলম ডিউ,আরিফুল ইসলাম আরিফ, সাংবাদিক মইনুল ইসলাম সরকার রকেট, পাকুরতলা গৃহ নির্মাণ শ্রমিক কল্যাণ উপ-পরিষদ এর সাধারন সম্পাদক অহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফেরদাউস আলম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।