ঝিনাইদহে জানাজার নামাজ পড়তে গিয়ে নিজেই নিহত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : জানাজার নামাজ পড়তে যাওয়ার সময় বাসের ধাক্কায় তাইজুদ্দিন মন্ডল (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে। এ ঘটনায় ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের বাস (ঢাকা মেট্রো ব ১৪-৭৮৩৫) ও তার চালক শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। চালক শহিদুলের বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানার আমবাগান গ্রামে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, দুপুরে নিজ বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে প্রতিবেশীর জানাজার নামাজে অংশ নিতে যাচ্ছিলেন তাইজুদ্দিন মন্ডল। পথিমধ্যে পোড়াহাটি বাজারে আসলে রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে রাজশাহীগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর জেলা সদরের বিসিকি শিল্পনগরী এলাকা থেকে ঘাতক বাস ও তার চালককে আটক করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url