ছৈলাখেল সমাজ কল্যান যুব সংঘের উদ্ধোগে মিনি নাইট শট ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল সমাজ কল্যান যুব সংঘ ক্লাবের উদ্ধোগে নক আউট মিনি নাইট শট ফুটবল টুর্নামেন্টেরর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্টিত হয়েছে। উক্ত খেলায় দুইটি শক্তিশালি দল অংশ গ্রহণ করেন, ভিত্রিখেল ফাইভ ষ্টার বনাম মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘে মধ্যে। , ছৈলাখেল সমাজ কল্যান যুব সংঘের সভাপতি ফুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হালিম আল মামুন এর পরিচালনায়, উক্ত খেলাটি পরিচালনা করেন, লাল মিয়া, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিষ্টিষ্ঠ পাথর ব্যবসায়ী মোঃ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, দৈনিক ভোরের ডাকের গোয়াইনঘাট প্রতিনিধি ও বিডি জাহান ডটকম এর বিশেষ প্রতিনিধি মোঃ রফিক সরকার, মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও মিতালী সবুজ সংঘ ক্লাবের সভাপতি রুবেল আহমেদ, ইউনিয়ন যুবলীগ নেতা ও জাফলং টুরিজম ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন নাজিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জাফলং নিউজ ২৪ ডটকম এর বার্তা সম্পাদক নাজিম আহমেদ, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল আহমেদ, যুবলীগ নেতা নেছর আহমেদ, কুমিল্লা বিডি”র সম্পাদক জাকির হোসেন সুমন প্রমুখ । উক্ত খেলায় ট্রাইবেকারে মাধ্যমে ২ -১ গোলে ভিত্রিখেল ফাইভ ষ্টারকে পরাজিত করে বিজয়ী হন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ ক্লাবটি উক্ত খেলায় ম্যানঅফদা ম্যাচের পুরুস্কার জিতেন ইউনুস আহমেদ।