রাজশাহীতে কেমিক্যাল দিয়ে টমেটো পাকানোর দায়ে তিন কৃষকের কারাদন্ড

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ী উপজেলায় কেমিক্যাল দিয়ে টমেটো পাকানোর দায়ে তিন কৃষককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হকের নেতৃত্বে গোদাগাড়ীর রাজাবাড়ী, বিজয়নগর মাঠে অভিযান চালিয়ে তাদেরকে এ কারাদন্ড দেয়া হয়। এসময় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ফল পাকানোর জন্য ব্যবহারযোগ্য নয়, এমন হরমন জাতীয় মেডিসিন দিয়ে ফল পাকানোর সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় তিন কৃষককে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার বিজয়নগর এলাকার মৃত মেরাজ উদ্দীনের ছেলে ওয়াজনবী (৫৮) ও তার ভাই রফিকুল ইসলাম (৪০) এবং পবা উপজেলার হরিপুর এলাকার ওমর আলীর ছেলে আকতারুজ্জামান (৩৮)। ক ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক জনান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরণের মেডিসিন দিয়ে টমেটোসহ অন্যান্য ফল পাকানো হলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কোন সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসন ভোক্তাদের সংরক্ষণে সর্বদা কাজ করবে। এতে উপজেলাবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।

Next Post Previous Post