গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্টিত
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫-১২-২০১৯) সকালে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সাধারন সভায় প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাধারন সভায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে মো. রফিক সরকার (দৈনিক ভোরের ডাক), শাহ আলম (সবুজ সিলেট), মিনহাজ মির্জা (সিলেট মিরর) ও মো. মনসুর আলমকে (যুগভেরী) মনোনীত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি মনজুর আহমদ, বর্তমান সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক আলী হোসেন, মোঃ করিম মাহমুদ লিমন, সাংবাদিক মো. রফিক সরকার, শাহ আলম, মিনহাজ মির্জা প্রমুখ।