গোবিন্দগঞ্জে পরকিয়ায় বাঁধা দেওয়ায় গৃহবধুকে পিটিয়ে হত্যা আটক-২
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী কে স্ত্রী কতৃক পরকিয়ায় বাঁধা দেওয়ায় শেষ পর্যন্ত পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হল ফাতেমা বেগম(৩২) নামের এক গৃহবধুকে।নিহতের পারিবার ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ সুত্র জানায়, গতকাল সোমবার গভীর রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে স্বামী কে পরকিয়ায় বাঁধা দেওয়ায় পাষন্ড স্বামী ট্রলি চালক আশরাফুল ও তার পরিবারের লোকজন ফাতেমা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ বাড়ীর আঙ্গিনায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ওই গৃহবধুর নাক ও মুখে রক্ত, গলায় ক্ষত চিহ্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাহাদুরপুর গ্রামের তারা মিয়ার স্ত্রী ও নিহত গৃহবধুর আপন শ্বাশুড়ি কাইফা বেগম ও সৎ শ্বাশুড়ী কোহিনুর বেগমকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজাল হোসেন গৃহবধু ফাতেমা বেগমের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।