নওগাঁ সীমান্তে বিজিবির ১শ ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির টহলরত সদস্যরা অভিযান চালিয়ে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ১শ ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ জানান, শুক্রবার দিবাগত রাতে
গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধীনস্থ কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ গোলাম কবির এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৮/১১-এস হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলতাদিঘী নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১শ ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, যার সিজার মূল্য ৫৮ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

Next Post Previous Post