আগৈলঝাড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড ১১ জানুয়ারী উপলক্ষে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল-মামুনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল হক তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, সাংবাদিক এসএম শামীম। সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈকত জয়ধর, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, মো. শফিকুল ইসলাম টিটু, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, ইপিআই টেকনোলজিস্ট মো. মিজানুর রহমান, প্রধান সহকারী মিজানুর রহমান শিকদার প্রমুখ। সভায় ২০২০ সালের ১১ জানুয়ারী উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ৬মাস থেকে ১১ মাস পর্যন্ত ১হাজার ৬শ’ ৪জন শিশুকে নীল রঙের ভিটামি ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ১৫হাজার ৮শ’ ৬৮জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া শিশুর ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর ব্যাপারে আলোচনা হয়।