রাবিতে সিওয়াইবির নতুন সভাপতি মুন্না, সম্পাদক প্রিতম

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ দোলোয়ার হোসাইন মুন্নাকে সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেএম তৌহিদুন নুর প্রিতমকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে এ তথ্য জানান সংগঠনটির নতুন সভাপতি দোলোয়ার হোসাইন মুন্না।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ইউসুফ আলী রকি, সোমা খাতুন, সালমান ফারসি, লুৎফা খাতুন, যুগ্ম-সম্পাদক হিসেবে আহমাদুল্লাহ, আশরাফুল ইসলাম শাওন, মোকবুল হোসাইন মেহেরাব, নুসরাত জাহান আভা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসাইন, সহ-অর্থ সম্পাদক সারজিল আহমেদ, অফিস সম্পাদক ওবায়দুল হক, সহ-অফিস সম্পাদক মো: সাব্বির শেখ, সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া হোসাইন, সহ-সাংস্কৃতিক সম্পাদক আয়েশা সিদ্দীকা, আইসিটি সম্পাদক সাব্বির আহমেদ তন্ময়, সহ-আইসিটি হাসনাইন মোস্তফা দিপু, প্রকাশনা সম্পাদক রিয়াদ ইসলাম, সহ-প্রেস ও মিডিয়া আব্দুল কাইয়ুম, আইন সম্পাদক ফেরদৌসি আলী জীল, পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফজলুল হক, ছাত্র কল্যান সম্পাদক শামিমা আক্তার, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাজু আহমেদ জীবন, সমাজ কল্যান সম্পাদক মনির রুহানি, প্রচার সম্পাদক, সিরাজুম মুনিরা তন্নীসহ ৪৮ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, সিওয়াইবি ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।##

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url