গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ ট্রাক আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩২৫ বোতল ফেনসিডিল সহ ট্রাক আটক করা হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর অনুমানিক ৪ টা.১৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই নাদিমের এর নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট রোডে রাত্রি কালিন ডিউটি করার সময় গোপন সুত্রে ভিত্তিতে “আবিদ এন্টারপ্রাইজের” ট্রাক বগুড়া -ড ১১-২১৪৩ নম্বরের একটি ট্রাকে করে ৩২৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ১। রফিকুল @ রফিক (৩২) পিতা ফকির মন্ডল ও ২। শরীফ কাটানি(৩১) পিতা মৃত বক্কর সিদ্দিক উভয় সাং হিলি বাসুদেবপুর থানা হাকিমপুর জেলা দিনাজপুরদ্বয় হিলি হতে ঢাকা অভিমুখে যাবার পথে বাগদা এলাকায় পুলিশের টিম ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাকটি পালিয়ে যাবার পথে ধাওয়া করে তরফ কামাল কামারের বাজারে আটক করলে ড্রাইভার সহ আসামিরা পালিয়ে যায়।এরপর ট্রাকটি তল্লাশি করে ফাঁকা ডালার ভেতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ৩২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য অনুমানিক ৩ লাখ ২৫ হাজার টাকা। আসামি রফিকের বিরুদ্ধে জয়পুরহাট ও দিনাজপুর আদালতে ৩ টি ও আসামি শরিফুলের বিরুদ্ধে জয়পুরহাট, দিনাজপুর ও বগুড়া আদালতে ৫ টি মাদক মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url