ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘কানেক্টিং ক্লাসরুম’ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল
চট্টগ্রাম প্রতিনিধি : ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুমের অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) পেয়েছে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ। গত ৬ নভেম্বর রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রাম শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন দেশের সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে সাহায্য করে। নিরাপদ পৃথিবী তৈরিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রোগ্রাম গুরুত্বপূর্র্ণ। পরে অনুষ্ঠানস্থলে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের স্টলে শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বিশ্বকে শ্রেণিকক্ষে নিয়ে আসতে পেরেছেন। তারা কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করেছেন। তাই ২০১৭ সালের ডিসেম্বর রাউন্ডে আমরা এ পুরস্কার পেয়েছি। পুরস্কারপ্রাপ্তিতে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালনা পরিষদের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, বাংলাদেশে নিয়োজিত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বর, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, কান্ট্রি ডিরেক্টর টম মিশসা প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রাম।