গোলাপগঞ্জের পৌর এলাকায় পল্লী বিদ্যুতের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্দ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার সকাল ১১টায় পৌর এলাকার ৪নং ওয়ার্ডের স্বরসতি গ্রামে গ্রাহকদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আব্দুল আহাদ বলেছেন, বিদ্যুৎ লাইন নিরপদে রাখতে গ্রাহকরা অগ্রনী ভূমিকা পালন করতে হবে। প্রতি বছর পল্লী বিদ্যুতের উদ্যোগে যেভাবে গাছের ডালপালা কাটা হয় তাতে সর্বসাধারণে সক্রিয় অংশ গ্রহন থাকা প্রয়োজন। এ ছাড়া নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। গোলাপগঞ্জ পৌরভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলার উপজেলা যুব কমান্ডের সভাপতি ফজলুল আলমের সভাপতিত্বেও পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলীম মিয়াজির পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশীদ। এ সময়বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মটুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবী হাজী মুটুক মিয়া, পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসের এম জি এম হাবিবুর রহমান, পি ইউ সি খুরশেদ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন, স্থানীয় ব্যক্তিত্ব তছির আলী, সমছাই আহমদ, আওলাদ আলী, সিদ্দেক আলী, ময়না মিয়া প্রমুখ। বৈঠকে গ্রাহকদের পক্ষ থেকে কাঙ্খিত মানের সেবা প্রাপ্তির জন্য কর্র্তৃপক্ষের প্রতি জোরালো আবেদন করা হয়।

Next Post Previous Post