মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উদ্ধোগে জাফলং অচল পাথর কোয়ারী সচল করার দাবিতে মানববন্ধন অনুষ্টিত
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উদ্ধোগে জাফলং অচল পাথর কোয়ারি সচল করার দাবিতে আজ সকাল ১০ টায় মোহাম্মদপুর পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পদক সোহেল আহমেদের পরিচালনায়, মানববন্ধনে অংশগ্রহনকারী শ্রমিক ও ব্যবসায়ীরা ফেষ্টুন হাতে নিয়ে প্রতিবাদ করে বলেন, মানুষ বাচলে, পরিবেশ বাচবে, ভাত চাই, কাজ চাই, পাথর কোয়ারি সচল চাই। এসময় বক্তারা বলেন, শুধু পরিবেশ বাচিয়ে রেখে মানুষকে কর্মহীন করে পরিবেশের দিকে তাকিয়ে রাখলে, কর্মহীন শ্রমিক ও ব্যবসায়ীদের পেটে ভাত যাবেনা। আমাদের এলাকার শ্রমিক ও ব্যবসায়ীরা পাথর কোয়ারি উপর নির্বশীল। পাথর কোয়ারি ছাড়া জীবিকা নির্বাহ করার মতো বিকল্প কোন কর্ম নেই আমাদের কাছে। এসময় বক্ততারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, মিয়ানমার থেকে আসা ১১ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বের বুুুুকে মাদার অফ হিউম্যানিটির খেতাব পান আপনি। তারা মিয়ানমার থেকে এসে যদি আশ্রয় পায়, তাহলে আমরা কেনো বাংলাদেশের মানুষ হয়ে কর্মহীন হয়ে না খেয়ে মারা যাব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে আমাদের একটাই দাবি জাফলং কোয়ারি ম্যানুয়াল পদ্ধতিতে সচল করে দিবেন বলে আমরা আশা প্রকাশ করছি। গত দেড়- দুুই মাস আগে সিলেটে একটি অনুষ্ঠানে প্রবাসী কল্যান ও বৈদাশিক কর্মসংস্থান মন্ত্রানালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদকে পাথর কোয়ারি সচলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি এই এলাকার জনপ্রতিনিধি আমাকে তারা ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন। পরিবেশ ও পর্যটক কেন্দ্র আমিও চাই, কিন্তু আমার এলাকার শ্রমিক ও ব্যবসায়ীরা হচ্ছে পাথর কোয়ারির উপর নির্ভরশীল, তাই ম্যানুয়াল পদ্ধতিতে পাথর কোয়ারি চালু না থাকলে তারা না খেয়ে মারা যাবে। তাই আমি বলতে চাই, জাফলং, বিছনাকান্দি ও কোম্পানিগঞ্জ পাথর কোয়ারি ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলন সুযোগ দিতে হবে। জাফলং পাথর কোয়ারি ম্যানুয়াল পদ্ধতিতে সচলের বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব জানান, জাফলং পাথর কোয়ারি নিয়ে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উদ্ধোগে, জাফলং পাথর কোয়ারি সচলের দাবিতে একটি মানববন্ধন হয়েছে, বিষটি আমি শোনেছি, দেশের প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তারা মানববন্ধন করেছে, এবং শ্রমিক ও ব্যবসায়ীদের জাফলং কোয়ারি সচলের দাবির বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের বিষটি অবহিত করা হবে বলে তিনি জানান। জাফলং পাথর কোয়ারি বিষয়ে ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান লেবু বলেন, জাফলং পাথর কোয়ারীতে প্রায় লক্ষাধিক শ্রমিক জীবিকা নির্বাহ করে। এভাবে পাথর উত্তোলন বন্ধ রাখা হলে শ্রমিকরা না খেয়ে মারা যাবে। শ্রমিক ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলন চালু রাখা অতিব জরুরি। তাই যত তাড়াতাড়ি সম্ভব জাফলং পাথর কোয়ারি সচল করতে সরকারী ভাবে পদক্ষেপ গ্রহন করবেন বলে আশা করছি।