১১ দফা দাবিতে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা মঞ্চের মানববন্ধন

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : ১১ দফা দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চ গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গাইবান্ধা কাচারী বাজার সংলগ্ন সড়কে এক মানববন্ধনের কর্মসূচি পালন করে।
১ ডিসেম্বর রোববার দুপুরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখার সভাপতি নিজাম উদ্দিন খান আরমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুবুজ মিয়া ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নেয়াজ শরীফ সুমন ও রাহুল আহমেদ, মুক্তিমঞ্চ গণিত বিভাগের সভাপতি ইসমাইল হোসেন মন্ডল, মুক্তিমঞ্চ ইংরেজী বিভাগের সভাপতি রুবেল হোসেন, বিপ্লব মিয়া রিদম প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

Next Post Previous Post