১১ দফা দাবিতে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা মঞ্চের মানববন্ধন
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : ১১ দফা দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চ গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে গাইবান্ধা কাচারী বাজার সংলগ্ন সড়কে এক মানববন্ধনের কর্মসূচি পালন করে।
১ ডিসেম্বর রোববার দুপুরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখার সভাপতি নিজাম উদ্দিন খান আরমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুবুজ মিয়া ও মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নেয়াজ শরীফ সুমন ও রাহুল আহমেদ, মুক্তিমঞ্চ গণিত বিভাগের সভাপতি ইসমাইল হোসেন মন্ডল, মুক্তিমঞ্চ ইংরেজী বিভাগের সভাপতি রুবেল হোসেন, বিপ্লব মিয়া রিদম প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।