মানবাধিকার শান্তি পদক পাচ্ছেন চেয়ারম্যান মস্তাব উদ্দিন
কামাল কামরুল ইসলাম শিপু গোলাপগঞ্জ প্রতিনিধি : মানবাধিকার শান্তি পদক পাচ্ছেন গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করছে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব আর,কে, রিপন এবং “হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০১৯” অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ এ, জে, আলমগীর স্বাক্ষরিত এক অভিনন্দনপত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর বিকাল ৪টায় রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার কক্ষে এ “হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০১৯” অনুষ্ঠিত হবে। এসময় “সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, ও পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা এবং সাবেক তথ্য সচিব ও বিআরটিসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এ,এন,এম মেশকাত, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোঃ আহসান উল্লাহ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক এবং অর্থ মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে “হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড-২০১৯” গ্রহণ করার জন্য ইতোমধ্যে চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করতে গিয়ে চেয়ারম্যান মস্তাব উদ্দিন জানান, সমাজসেবায় ব্রত হয়ে এবং মানুষের ভালবাসা অর্জন করে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। সমাজের একজন সেবক হিসেবে আমার এই গুরু দায়িত্ব পালনে আমি সর্বদা সক্রিয় ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে বুধবারীবাজার ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিয়নে পরিণত করাই তাঁর লক্ষ্য বলেও জানান তিনি।