সাপাহার সীমান্তে বি.জি.বি ও বি.এস.এফ’র ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার সীমান্তে হয়ে গেল বিজিবি ও বিএসএফ’র মধ্যে পিস পার্টনার প্রীতি ভলিবল টুর্নামেন্ট। মহান বিজয় মাস উপলক্ষে বিজিবি’র ১৬ ব্যাটালিয়নের উদ্যোগে মঙ্গলবার সকালে দক্ষিন পাতাড়ী এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বাংলাদেশের ১৬ বিজিবি, ভারতের ৬০ বিএসএফ ও ১৪১ বিএসএফ এর সদস্যদের সমন্বয়ে দুটি গ্রুপে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ৩-১ সেটে গ্রুপ-২, গ্রুপ ১ কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। টূর্নামেন্টে বিজিবির পক্ষে নেতৃত্বদেন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম, বিএসএফ’র পক্ষে ৬০ বিএসএফ’র সহকারী অধিনায়ক এই দিলজাদ সিংহ। খেলা শেষে আলাদা বক্তব্যে- বিজিবি-বিএসএফ তথা ভারত-বাংলাদেশের সম্প্রীতির বন্ধন আগামী দিনে আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় সেখানে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রুহুল আমিন, থানার অফিসান ইনচার্জ (ওসি) আব্দুল হাই উপস্থিত ছিলেন। খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।

Next Post Previous Post