দিনাজপুরের নবাবগঞ্জে চোরাই গরু উদ্ধার

নবাবগঞ্জ থেকে এম. এ সাজেদুল ইসলাম(সাগর) : দিনাজপুরের নবাবগঞ্জের টুপিরহাট সংলগ্ন আমবাগান থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে ৮নং মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা (টুপিরহাট) নামক স্থানে সাতটি গরু দেখতে পায় এলাকাবাসী। এলাকাবাসীর ধারনা গরু চোরেরা সুবিধা করতে না পারায় গরু গুলিকে রেখে পালিয়ে যায়। স্থানীয় গরু ব্যবসায়ী মোঃ তহিদুল ইসলাম বলেন, গরু গুলোর আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা হতে পারে। নবাবগঞ্জ উপজেলার এস আই মোঃ মশিউর রহমান জানান, উদ্ধারকৃত গরু গুলোকে ৮ নং মাহমুদপুর ইউপির ২ নং ওয়ার্ড সদস্য মোঃ বাবু মিয়া এবং তেলীপাড়া গ্রামের আলম মিয়ার জিম্মায় গরু গুলোর প্রকৃত মালিকের কাছে হস্থান্তরের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই রাতেই থানা পুলিশের একটি পিকআপ রাস্তায় ডিউটিরত থাকা অবস্থায় পিকআপ ভ্যানের শব্দ শুনে চোরেরা গরুগুলো আমবাগানে রেখে চলে যায়। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান- যাচাই বাছাই চলছে, প্রকৃত গরু চোরের সাথে অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ রহিম বাদশা জানান- গরুগুলো স্থানীয় খোয়াড়ে রাখা হয়েছে, প্রকৃত গরুর মালিক খুঁজে পেলে তাদের নিকট হস্তান্তর করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url