গোয়াইনঘাটে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : দেশ ও দেশের জনসাধারণকে উন্নত সেবা দেওয়ার লক্ষে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশর প্রতিটি শহর থেকে শুরু করে প্রতিটি এলাকায় ইন্টারনেটের আওতায় এনেছে সরকার। দেশের সর্ব ক্ষেত্রে সকল সত্য- মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষে এক র্যালী শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের কার্যালয়ের গিয়ে শেষ হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে এক বর্ণাঢ্য র্যালী ও সেমিনার সহ পুরুস্কার বিতরন সভা অনুষ্টিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ দিবস২০১৯ উপলক্ষে আয়োজিত র্যালী ও সেমিনারে সভাপতিত্ব করেন,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবেরর সাবেক সভাপতি আব্দুল মালেক, পূশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।