সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন আ’লীগের সভাপতি হিসেবে প্রভাষক শামিম পারভেজ কে দেখতে চান ইউনিয়নবাসী
নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে প্রভাষক শামিম পারভেজ কে দেখতে চান ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীগন। প্রভাষক শামিম পারভেজ শিরন্টি ইউনিয়নের মরাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার বাবা আলহাজ্ব মো: মোজাফ্ফর হোসেন।
জানা গেছে, প্রভাষক শামিম পারভেজের এলাকার মানুষের সঙ্গে রয়েছে নিবিড় সম্পর্ক। শিক্ষা ও সমাজসেবায়ও রয়েছে তার যথেষ্ট অবদান। প্রতিবছর ধর্মীয় উৎসবে গরিব-অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এর মধ্যে ব্যতিক্রমরূপে উঠে আসে ন্যায়নীতিবান কঠোর পরিশ্রমি আপোষহীন তো শামিম পারভেজের নাম। তিনি শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন থেকে পালন করে আসছেন এবং দলের নিবেদিত প্রান হিসাবে পরিচিত শামীম পারভেজ।
প্রভাষক শামিম পারভেজ জানান, আগামীতে তিনি শিরন্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলে ব্যাপকভাবে দলীয় কর্মকান্ড চালানোর পাসাপাশি তৃণমূল সহ সকল নেতাকর্মীকে নিয়ে একসাথে দলের জন্য কাজ করে যাবেন। তিনি আরো জানান, ছোটবেলা থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। দলের জন্য নিবেদিত প্রাণ।
জানা গেছে, প্রভাষক শামিম পারভেজ ১৯৯৯ সালে নওগাঁ সরকারী কলেজ শাখা ছাত্র লীগের একজন বলিষ্ট কর্মী হিসেবে সকল মিছিল-মিটিং সহ দলীয় কার্যক্রমে যথাযথ ভূমিকা পালন করেন। এরপর ২০০৮ সালের জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচন ও দলীয় সকল কার্যক্রমে অতন্দ্র প্রহরীর মতো পরিশ্রম করেন এবং শিরন্টী ইউনিয়ন আ’লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবে দেড় বছর সফলতা ও নিষ্ঠার সাথে পালন করেন।
বর্তমানে প্রভাষক শামিম পারভেজ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাপাহার উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদরের চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক।