বাগমারায় বানরের আগমন ক্ষুধার জ্বালায় ছুটছে বাড়ি বাড়ি
নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ বাজারে হটাৎ এক বানরের আগমন ঘটেছে। বানরটি ক্ষুধার জ্বালায় বাজারের দোকানে খাবারের আশায় গিয়ে উৎসুক জনতার ভিড়ে ভীত হয়ে পাশ্ববর্তী মাষ্টার পাড়া মহল্লায় প্রবেশ করে বিভিন্ন বাড়িতে গিয়ে খাবারের আশায় উৎ পেতে থাকছে। এ সময় অনেকে অভুক্ত বানরটিকে কলা সহ বিভিন্ন ফলমুল খাবার দিলেও বানরটি ভয়ে সেগুলো নিতে পারছে না। সে ভয় ও আতংকে বাড়ির ছাদে ছাদে ঘুরে বেড়াচ্ছে। ভবানীগঞ্জ বাজরের ব্যবসায়ী ও মাষ্টারপাড়ার লোকজনেরা জানান, গতকাল শনিবার সকালে ভবানীগঞ্জ বাজারে প্রবেশ করে বানরটি। সকালে বাজারের লোকজন বানরটিকে ভবানীগঞ্জ হাইস্কুল সুপার মার্কেটের ছাদে দেখতে পায়। বেলা বাড়ার সাথে সাথে উৎসুক লোকজন হাইস্কুল মার্কেটে ভীড় জমায়। এ সময় বানরটি হাইস্কুল মার্কেটের ছাইতন গাছে আশ্রয় নেয়। বেলা আটটা পর্যন্ত বারনটি ছাইতন গাছে অবস্থান করছিল। বাজারের ব্যবসায়ী দুলাল ও এনামুল জানান, বানরটিকে দেখে খুব ক্ষুধাত্ত মনে হচ্ছিল। বানরটি খাবারের আশায় বারবার মাটিতে নেমে আসলেও উৎসুক জনতার ভীড়ে আবার ভীত হয়ে কোন গাছের ডালে অথবা বাসা বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ভবানীগঞ্জ নিউমর্কেটের জুতা ব্যবসায়ী সোহেল রানা জানান, বাজারের কোথাও খাবারের আশায় মাটিতে নেমে খাবার না পেয়ে দুপুরের দিকে বানরটি ভবানীগঞ্জ নিউমার্কেটে আশ্রয় নেয়। এ সময় প্রচন্ড ক্ষুধাত্ত বানরটি নিউমার্কেট চত্তরের বিভিন্ন ফলের দোকানে যাওয়ার চেষ্টা করে উৎসুক জনদার ভীড়ে আবারও আতংকিত হয়ে বিকেলের দিকে নিউমেোর্কটের ছাদে গিয়ে আশ্রয় নেয়।পরে সন্ধ্যর কিছু আগে বানরটি ভবানীগঞ্জ মাষ্টারপাড়ার বিভিন্ন বাড়িতে গিয়ে খাবারের জন্য ধর্না দেয়। এ সময় অনেকেই বানরটিকে দূর থেকে কলা বিভিন্ন ফলমুল ও শুকনো খাবার দূর থেকে ফেলে দিলেও ভয় ও আতংকে বানর সেগুলো নিতে পারেনি। সন্ধ্যায় বানরটি মাষ্টারপাড়ার তুলা সাইদুরের চারতলার ছাদে গিয়ে আশ্রয় নেয়। এখানেও উৎসুক শিশু কিশোররা বানরটিকে এক নজর দেখার জন্য সাইদুরের ছাদে গিয়ে ভীড় জামালে ক্ষুধায় অতিষ্ঠ বানরটি অনেককে আক্রমন করার জন্য ছুটে আসে। সাইদুরের ছেলে আসিফ জানায়, তাদের বাড়ির ছাদে বানরটি প্রায় এক ঘন্টা অবস্থান করছিল। পরে লোকজনের ভীড় বেড়ে গেলে সন্ধ্যার পর বানরটি ভীত হয়ে পাশ্ববর্তী রামচান্দা পুকুর পাড়ের একটি আমগাছের ডালে আশ্রয় নেয়।