সারিয়াকান্দিতে জেলা পুলিশের আয়োজনে হাম্দ নাত ও ক্বেরাত প্রতিযোগীতা

সারিয়াকান্দি প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে হাম্দ নাত ও ক্বেরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে সারিয়াকান্দি থানা পুলিশের ব্যাবস্থাপনায় থানা চত্বরে আয়োজিত প্রতিযোগীতা অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন। এ সময় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি ও ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা আবুল কাশেম, ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাওলানা এনামুল হক, থানা মসজিদের খতিব মাওলানা নুরুজ্জামান ও কর্নিবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা আযহার আলী। এছাড়াও প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিবলী সরকার সহ বিভিন্ন মাদ্রসার শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় ক্বেরাত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন কর্নীবাড়ী দ্বীমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আবু তালেব। দ্বিতীয় স্থান অধিকার করেন সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ওমর ফারুক এবং তৃতীয় স্থান অধিকার করেন কর্নীবাড়ী দ্বীমুখী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোঃ নজরুল ইসলাম।

এছাড়াও হাম্দ ও নাত প্রতিযোগীতায় প্রথম স্থান করেন সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মোছাঃ হানিফা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেন সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ওমর ফারুক এবং তৃতীয় স্থান অধিকার করেন ফুলবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোনজেল আলী। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Next Post Previous Post