গোয়াইনঘাটে বিজয়ের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি :: আজ ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশের বীর মুক্তিযুদ্ধারা ছিনিয়ে এনেছিল মহান বিজয়। মহান বিজয় দিবসের মধ্যে দিয়ে শহীদদের স্বরণে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১-এর রণাঙ্গনের বীর সেনাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। শুরুতেই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গোয়াইনঘাট উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর যথাক্রমে গোয়াইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের কার্যালয়, গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ, পাথর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ- কমিটি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়াইনঘাট সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) সুমন লুসি কান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ইন্সপেক্টর (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন, উপজেলা; আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইউসুফ কামাল, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, সুভাষ দাস, গোয়াইনঘাট মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পদক সরোয়ার হোসেন, সন্তান কমান্ড নেতা শেখ ফরিদ, তোফায়েল, হাবিল, জিয়াউর রহমার জিয়া, মনির সিকদার, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সালিকুর রহমান, গোয়াইনঘাট ট্রাক শ্রমিক ইউনিয়ন পশ্চিম উপ- কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন প্রমুখ।