সিলেটে ‘গাঁজার বাগানের’ সন্ধান পেলো র‍্যাব

সিলেট প্রতিনিধি : সিলেটে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সিলেটের খাদিমপাড়া এলাকার একটি বাড়ির ছাদে নেশা জাতীয় এই উদ্ভিদের সন্ধান পেয়ে অভিযান চালায় র‍্যাব-৯।
সোমবার সন্ধ্যার পরে র‍্যাব-৯ খাদিমপাড়া এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের অদূরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে ৩ টি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছে। একই সাথে অবৈধভাবে গাঁজার চারা রোপণের অপরাধে আবুল কালাম (৪০) নামে একজনকে আটক করে।
র‍্যাব-৯ জানান, গোপস সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব গাঁজার বাগানে এই অভিযান চালায়। আটক আবুল কালামকে গাঁজার চারাগুলো কোথা থেকে কিভাবে এনে রোপণ করা হলো এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Next Post Previous Post