সাপাহারে গভীর রাতে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ বাজার আদিবাসী পাড়া ও শুক্ররইল আদিবাসী পাড়ায় উপস্থিত হয়ে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে (কম্বল) বিতরণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল রবিবার গভীর রাতে ইউনিয়নের দুই আদিবাসী পাড়ায় উপস্থিত হয়ে দরিদ্র আদিবাসীদের গায়ে নিজ হাতে কম্বল পরিয়ে দেন ইউএনও কল্যাণ চৌধুরী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, আইহাই ইউনিয়নের গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ ও জবই বিল জীববৈচিত্র সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।
আদিবাসী পাড়ায় গভীর রাতে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করায় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ ইউএনও কল্যাণ চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় ইউএনও কল্যাণ চৌধুরী গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url