গোয়াইনঘাটে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীগণের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের ই-নথি বিষয়ক প্রশিক্ষণ চালু করেন সিলেটের জেলা প্রশাসক কাজী মোঃ ইমদাদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য কাজী ইমদাদুল ইসলাম জানান, ই-নথি বিষয়ে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা – কর্মচারীগণকে অবহিত করা ও প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল র” পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন।