গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলংয়ে বিদ্যালয় বিহীন এলাকায়, বিদ্যালয় স্থাপন করে এলাকার সকল শ্রেণীর পরিবারের কোমলমতি শিশুদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার লক্ষে যুব সমাজ কতৃক একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন এলাকার যুবকরা। সেই যুব সমাজ পরিচালিত স্কুলটির নাম গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল সম্পন্ন করেন এই যুবকরা।
বুধবার দুপুরে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক
সোহেল আহমদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির উপদেষ্টা মাহফুজুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান,
পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসাইন, সদস্য শ্রী শেরগুল গোসাই, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের এএসআই আবু সালেহ, মুসলিম নগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন আহমেদ, বন্ধন যুব সংঘের সভাপতি জুবায়ের আহমদ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদ, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান, পিটিএ কমিটির সহ-সভাপতি সবুজ আহমদ, ব্যবসায়ী শফিকুল ইসলাম বিক্রমপুরী, জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সাধারন সম্পাদক সাব্বির রহমান সাজন, সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম রাজ্জাক, জাফলং স্টুডিও মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি সাজু মিয়াসহ বিদ্যালয়ের অবিভাবক ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post