দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষে আনন্দ র্যালী
মোঃ মিজানুর রহমান ডোফুরা, দিনাজপুর : আগামী ১৬ নভেম্বর, ১৯ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জাতীয় সম্মেলন-২০১৯ সফল করার লক্ষে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব ও সাধারন সম্পাদক জাকারিয়া জাকির এর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।
” শেখ হাসিনা সরকারের মূলমন্ত্র, উন্নয়ন অগ্রযাত্রা আর গণতন্ত্র ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৯ নভেম্বর, ১৯ শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্হ জেলা আওয়ামীলীগের কার্যালয় হতে একটি বিশাল মিছিল বের করে দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারন সম্পাদক জাকারিয়া জাকির। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুমন পারভেজ, যুগ্ন-সম্পাদক সুজন দাস, সাংগঠিনক সম্পাদক মোঃ তসলিম উদ্দীন, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম সহ জেলা, শহর, সদর, কোতয়ালী এবং ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীবৃন্দ।
উল্লেখ্য যে, জেলা স্বেচ্ছাসেবকলীগের মিছিল সফল করার লক্ষে শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারন সম্পাদক মারুফ রাসেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীবৃন্দ মূল র্যালীতে অংশগ্রহন করেন।