মাধবি লতা ছিলে তুমি

জামাল উদ্দিন জীবন :
হৃদয়ের মন্দিরে ছিলো তোমার বসবাস
মনেরী গহিনে লুকায়িত ছিলে সেই তুমি
আমি ছিলাম চলমান পথযাত্রী চলেছি একা
কোন ভুলে তোমার পানে হয়ে গেল বুঝি দেখা।
তুমি ইশারাতে ডাকলে আমায় তোমার কাছে
বলেছিলে তোমার গোপন কিছু কথা আমার পানে
শুভ্র চাঁদের জোৎস্নায় উজ্জল তোমার মুখ খানি
রুপালী নদীর জলে টলমল ডেউ খেলে যায় যৌবন।
নীল সাগরের ছোয়ায় মাতাল সমিরনে কর পাগলামি
হরেক রঙের সমাবেশ,সুন্দর করে সাঁজানো গোছান তুমি
প্রথম প্রেমের সুধা পানে তৃষ্ণার্তো দুজনার অবুঝ দুটি মন
তোমায় দেবী রুপে বসিয়ে ছিলাম মনে একা নির্জনে।
মিলনের জড়াজড়ি, সব কিছু ভুলি তোমারী ধ্যানে মগ্ন
তৃষা প্রাণের দিশা পেয়ে ছিল তোমায় আপন ভেবে
ভা্বিনি কখনও তুমি আমায় পর করে দিবে ভুবনে
স্মৃতির পাতায় কত স্মৃতি ভাসে একাই তা দেখি আমি।

Next Post Previous Post