গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১০৫ পিচ ইয়াবা সহ ৩ নব্য মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি : জুয়া, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে ইং ১২/১১/১৯ তারিখ সময় ৩.০০ ঘটিকার সময় সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ গাইবান্ধা সদর থানাধীন দক্ষিণ ধানঘরা মৌজার সার্ভেয়ার অফিসের পিছনে সবুজ সেনা বিদ্যানিকেতন ও দক্ষিণ ধানঘরা ঈদগা মাঠের উত্তর পাশে হইতে ১. মোঃ আব্দুল মালেক (২৫), পিতা-মোঃ কফিল উদ্দিন, সাং উত্তর ধানঘরা, ২. মোঃ লিওন মিয়া (৩২), পিতা এনতাজ আলী, সাং কলেজপাড়া, ৩. মোঃ শাহ আলম (৩০), মোঃ জমির উদ্দিন, সাং কলেজপাড়া, থানা ও জেলা- গাইবান্ধা কে ১০৫ পিস ইয়াবাসহ আটক করেন।তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং ২৮ তারিখ ০১২/১১/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।
Next Post Previous Post