আল-এমদাদ ডিগ্রি কলেজের গুরুত্বপূর্ণ রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড বনগ্রাম-কালিডহরের আওতাধীন আল-এমদাদ ডিগ্রী কলেজে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় এ রাস্তার পাকাকরণের কাজ উদ্বোধন করেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সাড়ে ৮ফুট প্রস্থ ও ৪৬০ ফুট দৈর্ঘের এ রাস্তা পাকাকরণে ব্যয় হচ্ছে প্রায় ৬লক্ষ টাকা। এ রাস্তা পাকাকরণ সম্পন্ন হলে ৩ গ্রামের জনসাধারণ-সহ কলেজ পড়ুয়া শতশত শিক্ষার্থী উপকৃত হবেন। ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানান, আল-এমদাদ ডিগ্রী কলেজের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এছাড়া বানিগাজী, বনগ্রাম ও কালিডহর গ্রামের হাজার হাজার জনসাধারণের যাতায়াত সড়ক এটি। দীর্ঘদিন ধরে এ রাস্তাটির অবস্থা ছিলো করুণ। বহুল প্রতিক্ষার পর রাস্তাটি পাকাকরণ হওয়ায় সকলের দুর্ভোগ লাঘব হতে চলেছে। ২/৩ দিনের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। আরসিসি ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ সমছুল ইসলাম, হাজী কামাল উদ্দিন আমান, উস্তার আলী, কটই মিয়া, ৮নং ওয়ার্ড সদস্য ছয়েফ উদ্দিন দুলু, মাস্টার জয়নাল উদ্দিন, আলী হোসেন, শিপু ইসলাম, কুশিয়ারা নিউজ ডটকমের প্রকাশক ও সম্পাদক সালমান কাদের দিপু, কানন আহমদ, সৈকত আহমদ প্রমুখ।