বগুড়া সদরে অর্ধশতাধিক পেয়ারা ও মাল্টার গাছ কর্তন করেছে দুর্বৃত্তরাঃ থানায় অভিযোগ
আকাশ বগুড়া : বগুড়া সদরে প্রায় অর্ধ শতাধিক পেয়ারা ও মাল্টার গাছ কর্তন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের কুরশাপাড়া এলাকায়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, কুরশা পাড়া এলাকার কাবিল প্রাং এর পুত্র ফারুক এর সাথে একই এলাকার মৃত ফজলুর পুত্র জাকের এবং খামারকান্দি এলাকার আব্দুর রশিদের পুত্র আরমান এর সাথে একটি শালিশী বৈঠকের সুত্র ধরে মনোমালিন্য হয়। এরই জের ধরে ওই ব্যক্তিদয় বাদিকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে। তারা বাদির বাগানের সামনে এসে গালিগালাজ করা সহ বাগানের ক্ষতি করারও হুমকি প্রদান করে। এরই সুত্র ধরে বাদি না থাকার সুযোগে গত ২৬/১১/১৯ইং তারিখে রাত সাড়ে নয়টার দিকে কে বা কাহারা বাদির বাগানের ৩৪টি পেয়ারা ও মাল্টার গাছ কর্তন করে রেখে যায়। বাদির ধারনা উক্ত বিবাদীরাই ঐসব গাছের ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করেন। এর ফলে বাদির প্রায় ১লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে বাদি জানিয়েছে।