সিলেটের পল্লী বিদ্যুতে গোলাপগঞ্জের প্রথম সভাপতি আহাদ
কামরুল ইসলাম শিপু,গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর ইতিহাসে সভাপতি পদে কোন গোলাপগঞ্জী হিসেবে প্রথম বারের মত নির্বাচিত হলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। ১৯৮৬ সালে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিষ্ঠাকালীন সময়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন এ উপজেলার রণকেলী দক্ষিণভাগের বিশিষ্ট ব্যক্তিত্ব একে শামছুদ্দিন চৌধুরী (বাদশা মিয়া)। বিগত ৩৩ বছরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি পদে বিভিন্ন উপজেলার নাগরিকরা নির্বাচিত হলেও গোলাপগঞ্জ বাসী এক্ষেত্রে ছিলেন বঞ্চিত। গত ২৩ নভেম্বর সমিতির ২৭ তম বার্ষিক সাধারণ সভায় পরিচালকদের ভোটে সভাপতি পদে সাংবাদিক আব্দুল আহাদ’ই প্রথম নির্বাচিত হলেন। উল্লেখ্য যে, সমিতি বোর্ডের প্রথম সভাপতি ছিলেন বিয়ানীবাজার উপজেলার অধিবাসী অধ্যাপক রফিক আহমদ। তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত এ পদে আসীন ছিলেন। তার পরে দক্ষিণ সুরমা উপজেলার অধিবাসী এ এম ইকবাল হোসেন ১৯৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন বিয়ানীবাজারের অধিবাসী কামরুজ্জামান চৌধুরী। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সভাপতি হিসেবে ছিলেন বালাগঞ্জের অধিবাসী এডভোকেট বদরুল হোসেন। পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আবার সভাপতির দায়িত্ব পালন করে দক্ষিণ সুরমার অধিবাসী এএম ইকবাল হোসেন। ২০১১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এ পদে আসীন ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সিলাম ইউনিয়নের অধিবাসী সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়া, তার পরের বছর ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত আবার সভাপতি হিসেবে নির্বাচিত হন বালাগঞ্জের এডভোকেট বদরুল হোসেন। ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সভাপতির দায়িত্বে ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়া। ২০১৫ সাল থেকে ২০১৬সাল পর্যন্ত সভাপতির আসনে ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ এলাকার অধিবাসী সাইফ উদ্দিন আল ফারুক মিটু। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত ৩য় বারের মত সভাপতি হন দক্ষিণ সুরমা উপজেলার সিলামের সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়া। ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সভাপতির আসনে ছিলেন বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া গ্রামের অধিবাসী হানিফ আহমদ। ২০১৯ সালের অক্টোবর থেকে বিগত বার্ষিক সাধারণ সভা পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন বালাগঞ্জ উপজেলার হাসামপুর গ্রামের মাহমুদ হাসান মামুন।
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সুদীর্ঘ ৩৩ বছরে বিভিন্ন উপজেলার নাগরিকরা একবার নয়, একাধিকবার সভাপতি পদ লাভ করলেও গোলাপগঞ্জবাসী এ পদ লাভের সুযোগ পাননি। গত ২৩ নভেম্বর ২০১৯ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধিন এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার-জকিগঞ্জ-দক্ষিণসুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ^নাথ উপজেলার পরিচালকদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কার্যনির্বাহী গঠন করা হলে পরিচালকদের ভোটে সভাপতি পদে কোন গোলাপগঞ্জের নাগরিক সাংবাদিক আব্দুল আহাদ প্রথমবারের মত নির্বাচিত হলেন। এর পূর্বে তিনি ২০১৬ ও ২০১৭ সালে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব (সেক্রেটারী)’র দায়িত্ব পালন করেন।