বগুড়ার বারপুর সপ্রাবিতে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আতাউর রহমান টুকু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোজাফফর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাফায়াত সজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মিন আক্তার সহ সকল সহকারী শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ। এসময় বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দেশ জাতি ও পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বারপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: শহীদুল ইসলাম।