রাজাপুরে মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠান
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের মধ্য কানুদাশকাঠি গ্রামে আলেয়া বেগম হাফিজিয়া মহিলা মাদ্রাসার শুভ সূচনা ও ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরবাদ ওই এলাকার সৈজউদ্দিন খলিফা ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাজসেবক মোঃ ইয়াসিন রহমান, আব্দুর রব, আব্দুল বারেক, আব্দুল হালিম, মাও. সেকান্দার হোসেন প্রমুখসহ সাংবাদিক, সুধীজন ও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. হেদায়তেুল্লাহ। কাজ দেখা শোনার কাজে নিয়োজিত স্থানীয় সমাজসেবক মোঃ ইয়াসিন রহমান জানান, মধ্য কানুদাশকাঠি গ্রামের মৃত মোঃ আব্দুর রশিদ খলিফার স্ত্রী আলেয়া বেগমের নামে তার সন্তান আামেরিকা প্রবাসী গোলাম ফারুক লাল, সেনাবাহিনীর মেজর গোলাম রাশেদুল হাসান ও বিমান বাহিনীর কর্মকর্তা গোলাম সরওয়ার রতন এ জনের অর্থায়নে ও উদ্যোক্তা তার মায়ের নামে এ মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং আসামী সোমবার মূল ভবন নির্মামের কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, ওই এলাকায় নারী সমাজের মধ্যে দ্বীনি শিক্ষার ও ইসলামী শিক্ষা যাতে করে আরও বেশি ছড়িয়ে পড়ে সে লক্ষ্যেই মূলত এ মহিলা মাদ্রাসা গড়ে তোলা হচ্ছে। ওই স্থানে ৩ তলা ভবন নির্মান করে মহিলা মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা হবে।