সিলেট ল কলেজের ১৯-২০ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন
গোলপগঞ্জ প্রতিনিধি : সিলেট ল কলেজের ২০১৯-২০ সালের ওরিয়েন্টেশনের মধ্যমে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। শনিরবার (৯ নভেম্বর) বিকাল ৫টা সময় কলেজ হল রুমে এ কার্যক্রম শুরু হয়।
এ সময় ছাত্রলীগ নেতা সৈয়দ রায়েতের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এড. সৈয়দ মহসীন আহমদ, বিশেষ অতিথি এড. তাপস বন্ধু দাস, এড. এমাদুউল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ল কলেজ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ সভাপতি শাহ শামীম আহমদ। শুভেচ্ছা বক্তব্যে পর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি বক্তব্যে বলেন আইন পেশা সমাজের একটি মহৎ ও সম্মাজনক পেশা। এ পেশাকে আরো মহোৎতর করতে এক জন আইনজীবি হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি আল-আমিন, মুফতি ইয়ামিন, জুবায়ের আহমদ চৌধুরী, রিপন তালুকদার, শহিদ আলি, মিজানুর রহমান মিজান, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, রূপম তালুকদার,সাহেদ আহমদ, সায়েম আহমদ, রায়হান আহমদ হাসান, সাংবাদিক মাসুম, এল ছি রুবেল, সুলতান, নজরুল, লিটন, নোমান আহমদ প্রমুখ।