বগুড়ার সারিয়াকান্দিতে সরাসরি লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

পলাশ, সারিয়াকান্দি (বগুড়া) থেকে : বগুড়ার সারিয়াকান্দিতে চলতি বছর আমন মৌসুমে সরাসরি প্রায় ১৩ হাজার কৃষক দের নিকট থেকে সরকার ১৩৬২ মেট্রিক টন ধান ক্রয় করবে । এইজন্য উপজেলার বিভিন্ন পয়েন্টে লটারি মাধ্যমে নির্বাচনের কাজ চলছে । বৃহস্পতিবার দুপুরে উপজেলার নারচী ইউনিয়ন পরিষদে ১১২৮ জন  কৃষকের সামনে লটারির মাধ্যমে ১১৭ জন বিক্রেতা নির্ধারণ করা হয । এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহানশাহ হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) শেখ আবু এরশাদ, উপজেলা সমবায় কর্মকর্তা সালাউদ্দিন , নারচী ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন বান্টু প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,  এবারে সারিয়াকান্দি  উপজেলার খাদ্য গুদামের মোট ১৩৬২ মেট্রিক টন আমন ধান কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে । কৃষকেরা ২৬ টাকা কেজি দরে মন প্রতি ধানের মূল্য পাবে ১০৪০ টাকা। এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া জানান, চলতি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করার জন্য লটারির মাধ্যমে  কৃষক নির্বাচন কাজ শুরু করা হয়েছে, বাকি ইউনিয়নগুলোতেও লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।
Next Post Previous Post