মোকামতলায় কোচের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : মোকামতলায় কোচের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর অনুমান ১টার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সেক্রেটারী মেহেদুল ইসলামের পিতাঃ- আবু তাহের ওরফে বাদুল্লা (৬০) বাই-সাইকেল নিয়ে মোকামতলা যাওার পথে বগুড়া-রংপুর মহাসড়কের মাটির ঘর নামক স্থানে ঢাকা থেকে রংপুর গামী একটি কোচের সাথে ধাক্কা লাগলে গুরত্বর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় বলে জানা গেছে। সে দেউলী ইউনিয়নের কান্দুপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।